খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক:মানুষ হলো ভগবানের শ্রেষ্ঠ আবিষ্কার। সব প্রাণীদের মধ্যে মানুষ এমন এক জীব যে নাকি মনের শক্তি ব্যবহার করে চিন্তাধারা, কর্ম এবং অনুভূতিগুলি নিয়ন্ত্রণ করার ক্ষমতা রাখে। যোগব্যায়ামের মাদ্ধমে আমরা নিজের শরীর আর আত্মা কে এতটাই পবিত্র ও ক্ষমতাপ্রবণ করে তুলতে পারি যার সাহায্যে আমরা যে কোনো সমস্যার মোকাবিলা করতে পারি। আমরা সবাই যদি দিনের কিছুটা সময় যোগব্যায়াম অনুশীলন করি তাহলে আমরা অনেক কঠিন রোগের হাত থেকে রক্ষা পাবো ও মনে এতটাই শান্তি আসবে নিজে থেকে যা আমাদের খারাপ খারাপ নেশা থেকে দূরে রাখবে।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...