খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক :করোনা সংক্রমিতের সংখ্যা প্রচণ্ড বাড়তে থাকায় গত ৭ই আগস্ট থেকে বীরপাড়া ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের মোট ২৩ টি পার্টকেই কনটেন্টমেন্ট জোন করা হয়েছে। চরম আর্থিক দুরাবস্থার মধ্যে পড়েছেন সমস্ত ব্যবসায়ীরা। তবে ছোট ব্যবসায়ীদের অবস্থা সবচেয়ে খারাপ। বেশিরভাগী ই ব্যাঙ্ক থেকে ধার নিয়ে ব্যবসায় নেমেছেন। তারা লোনের কিস্তি জমা করতে পারছেন না। তাই তাঁরা চাইছেন অবস্থা স্বাভাবিক হয়ে ব্যবসা বাণিজ্য শুরু হোক।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...