গোটা অগাস্ট মাস ধরে করোনা নিয়ন্ত্রন বিধি বলবৎ থাকবে বলে জানিয়েছে রাজ্য সরকার।বর্তমান বিধিনিষেধ এ মাসের ১৫ তারিখ পর্যন্ত চলবে। ১৬ই অগাস্ট নতুন নিয়ম চালু হবে। নতুন নিয়মে সব দোকান, বার ও রেস্তোরা স্বাভাবিক সময় অবধি খোলা থাকবে। নাইট কার্ফু রাত নটা থেকে ৫ টার পরিবর্তে ১১ টা থেকে ৫ টা অবধি বলবৎ থাকবে। ৫০% দর্শক নিয়ে সিনেমা হল ,মুক্তমঞ্চ খুলবে। তবে মাস্ক সহ দূরত্ববিধি বজায় থাকবে। নিয়ম না মানলে প্রশাসন ব্যবস্থা নেবে।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...