খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক :বুধবার মুখ্যমন্ত্রী উত্তরকন্যা থেকে কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের শিলান্যাস করেন। কিন্তু মাথাভাঙ্গা -শীতলকুচি রাস্তা থেকে জমি পর্যন্ত ৯ কিঃমিঃ রাস্তার হাল খুব খারাপ। স্থানীয়রা বলেন রাস্তা ঠিক না হলে দ্বিতীয় ক্যাম্পাসের কাজ শুরু করা যাবে না। শীতলকুচির বিধায়ক জানান জটামারি থেকে সরকারহাট রাস্তার ওয়ার্ক হয়ে গেছে। বৃষ্টি কমলেই কাজ শুরু হবে এবং রাস্তার সমস্যা দ্রুত সমাধান করা হবে।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...