খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক :চোরা শিকারিদের নজরে আসায় গরুমারা অভয়ারণ্যে নজরদারি বাড়ানো হয়েছে। দিন কয়েক আগে অসমের কাজিরাঙ্গায় চোরাশিকারিরা একটি গন্ডার হত্যা করে ও তার শৃঙ্গটি কেটে নিয়ে যায়। গরুমারাতে এখন রেড এলার্ট জারি করে কড়া পাহারা দেওয়া হচ্ছে। গত সপ্তাহে এই জঙ্গলে একটি বাইসন মেরে তার শিং ২টি কেটে নেওয়া হয়। প্রশিক্ষিত কুকুর সঙ্গে নিয়ে বনদপ্তর একজন অপরাধীকে ধরতে সমর্থ হয়েছে।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...