গরুমারা জঙ্গলের মধ্য দিয়ে প্রবাহিত মূর্তি নদীতে অনেক ব্যাবসায়ী বাঁধ তৈরী করেছেন। এতে নদী তার স্বাভাবিক গতি হারাবে এবং বন্য প্রাণীরা গ্রীষ্মে তীব্র জল সংকটে পড়বে । এই নদীর জলে তৃষ্ণা মেটায় কয়েক হাজার বন্য প্রাণী। কিছু ব্যবসায়ী মাছ ধরার জন্য এই বাঁধের সৃষ্টি করেছে। এ কারণে নদীর গতিপথ পরিবর্তন করলে ক্ষতির আশঙ্কা আছে।মালের মহকুমা শাসক এজন্য ব্যবস্থা নেবেন বলে জানিয়েছেন।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...