নব রূপে সজ্জিত হতে চলেছে এসপ্লানেড চত্বর

এসপ্লানেড চত্বরে পরিবেশ দূষণ রুখতে পর্যাক্রমে বাস স্ট্যান্ড সরিয়ে নিয়ে যাওয়ার কথা আদালত কে জানিয়েছেন ,রাজ্য সরকার ।মেট্রো সঙ্গে ১) নেওয়া পাড়া -দক্ষিনেশ্বর ২) ইস্ট ওয়েস্ট প্রকল্প ৩) জোকা -এসপ্ল্যানেড মেট্রো পথের সংযোগস্থল হতে চলেছে এসপ্ল্যানেড ।তাই ওই জায়গা তে বহুমাত্রিক পরিকল্পনা রাইটস কে দিয়ে করে নেয়ার পরিকল্পনার করেছে রাজ্য সরকার ,সঙ্গে একটি ভূগর্বস্থ একটি বিরাট পাকিং লট যাতে ১০০০ টি গাড়ি থাকবে ।