নর্থ ইস্ট ইউনাইটেড ও কেরালা ব্লাস্টার্সকে খেলা ২-২ গোলে ড্র হল।প্রথমে ৫ মিনিটের মাথায় ভিকুনার দল ১-০ গোলে এগিয়ে যায়। গোল করেন সিডো। প্রথমার্ধের শেষ দিকে পেনাল্টি পায় কেরালা। হুপার পেনাল্টি থেকে গোল করতে ভুল করেন নি। বিরতির পর খেলা শুরু হলে ৫১ মিনিটে আপ্পায়া একটি গোল শোধ করেন। তারপর নর্থ ইস্ট পেনাল্টি পেলেও আপ্পায়া বাইরে মেরে সুযোগ নষ্ট করেন। খেলার অন্তিম লগ্নে সিল্লা গোল শোধ করে নর্থ ইস্টকে ১ পয়েন্ট এনে দেন।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...