খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : কলকাতার রাজারহাটে অবস্থিত একটি শহুরে উদ্যান এবং ভারতের বৃহৎতম উদ্যান । আয়তন ৪৮০ একর এর সঙ্গে একটি দ্বীপ সহ রয়েছে ১০৪ একর আয়তনের একটি জলাশয় অথবা জলাভূমি । ২০১২ সালের ২৯ সে ডিসেম্বর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এটির উদ্বোধন করেন । এটির পরিচালনা করেন পশ্চিমবঙ্গ সরকারের ডেভেলপমেন্ট কর্পোরেশন ,পার্কটির তিনটি ভাগ ১) জলাভূমি ঘাসফুল এবং শহুরে বোনের মত পরিবেশ গত অঞ্চল ২) থিম উদ্যান সমূহ ও খোলা স্থান ৩) শহুরে বিনোদনমূলক স্থান । পরিকল্পনা অনুযায়ী পার্কটির মধ্যে রয়েছে একটি বন্য ফুলের ময়দান ,একটি বাঁশের বাগান ,চা বাগান ,বনসাই বাগান ,ক্যাকটাস জাতীয় প্রজাতির বাগান একটি খেলার এলাকা এবং একটি এম্পিথিয়েটার ,এই ছাড়াও বিভিন্ন হস্তশিল্প এইখানে প্রদর্শিত হয় ।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...