খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : বিদ্যাসাগরের গ্রাম পশ্চিম মেদিনীপুরের বীর সিংহ পুরে এখন অব্দি ৬৩ জন নিরক্ষর মানুষ রয়েছেন । তাদের সাক্ষর করতে ঐই গ্রামে চারটি নৈশ বিদ্যালয় শুরু করেছে পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসন । শিক্ষার্থিদের ৬ মাসের মধ্যে সাক্ষর করার লক্ষ্য মাত্রা নেয়া হয়েছে । জেলা শাসক রশ্মি কমল জানান বীরসিংহগ্রামে নিরক্ষরদের সাক্ষর করার কাজ শুরু হয়ে গিয়েছে । সপ্তাহ ৫ দিন করে সন্ধ্যায় ক্লাশ হবে ।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...