গতকাল বিকাল থেকে কড়া পুলিশি নিরাপত্তায় গঙ্গার ঘাটে ঘাটে ঢাকের বাদ্যি তে মায়ের নিরঞ্জন শুরু হলো ।পুরসভা সূত্রের খবর মঙ্গলবার থেকে শুরু হওয়া প্রতিমা বিসর্জন চলবে আগামী শুক্রবার অব্দি ।পুরসভার পরিসংখ্যান থেকে জানা গিয়েছে খিদিরপুরের দহিঘাট ,বাবুঘাট ,আহিরিটোলা ঘাট ,কুমারটুলি ও হাওড়ার বাজে কদমতলা ঘাটে সব থেকে বেশি প্রতিমা নিরঞ্জন ,পুলিশিনিরাপত্তা এই ঘাটে প্রচুর রাখা হয়েছে ।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...