খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : লোকসভা ভোট চলাকালিন কেন্দ্রীয় সরকার এই রাজ্যের এক ঝাঁক নেতা ও লোকসভার প্রার্থীদের নিরাপত্তা বাড়ানো হয়েছে । আগামী মে – জুন মাশ পর্যন্ত ওই নিরাপত্তার বলয়ে থাকবেন তারা বলে জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক । তৃণমূল থেকে বিজেপি তে আশা অনুপম হাজরা এবপং অর্জুন সিংহ কে ওয়াই প্লাস নিরাপত্তা দেয়া হয়েছে , ওয়াই প্লাস নিরাপত্তা পাচ্ছেন এস এস আলুওয়ালিয়া ,নিশিত প্রামানিক এবং ভারতী ঘোষের মত প্রার্থীরা ,খগেন মুর্মু ও শান্তনু ঠাকুর পাচ্ছেন ওয়াই ক্যাটেগরির নিরাপত্তা ।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...