গতকাল নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মাসিক অপরাধ দমন বৈঠকে থানায় জমে থাকা গ্রেপ্তারি পরোয়ানা দ্রুত কার্যকর করতে বললেন কলকাতার পুলিশ কমিশনার । বকেয়া মামলা খারিজের বিষয়ে সন্তুষ্ট হননি কমিশনার ,জানা যাচ্ছে নির্বাচন কমিশন নাকি ইতিমধ্যেই থানা গুলি থেকে প্রতিদিনের আইন শৃঙ্খলার খতিয়ান নিতে শুরু করেছে ,এর পরিপ্রেক্ষিতে পুলিশ কমিশনার সব থানা কে সতর্ক থাকার নির্দেশ দেন ।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...