খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক :উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের চুড়ান্ত বর্ষের পরীক্ষা স্নাতকস্তরের ১ থেকে ৬ অক্টোবর এবং স্নাতকোত্তরস্তরের হবে ১ থেকে ৮ অক্টোবর ১০ ই সেপ্টেম্বর পরীক্ষাসূচি ওয়েবসাইটে দেওয়া হবে এবং১৫সেপ্টেম্বর থেকে আডমিট কার্ড পরীক্ষার্থীরা ডাউন লোড করতে পারবেন। ৩১ শে অক্টোবর পরীক্ষাটির ফল প্রকাশিত হবে।পরীক্ষার দিন বিকেল ৫ টায় প্রশ্নপত্র ওয়েবসাইটে দিলে পরীক্ষার্থীরা তা ডাউনলোড করে নেবেন। পরীক্ষার দিন বিকাল ৫ টার মধ্যে হাতে হাতে বা অনলাইনে উত্তরপত্র জমা দিতে হবে। ঘরে বসে পরীক্ষা দিতে হবে।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...