খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক :বুধবার থেকে জলদাপাড়া গরুমারাসহ সব জঙ্গল খুলে দেওয়া হল। অনলাইনে টিকিট বিক্রিও শুরু হয়েছে। এদিন গরুমারা জঙ্গলে বৃষ্টি উপেক্ষা করে বেশ কিছু গাড়ি সকালে ও বিকালে দু শিফটে জঙ্গলে প্রবেশ করেছে। গাড়ি স্যানিটাইজ করে পর্যটকদের তাপমাত্রা মেপে জঙ্গলে ঢুকতে দেওয়া হয়। মাস্ক পড়া ছিল বাধ্যতামূলক। জঙ্গল প্রবেশের রোড চার্জ ,গাইডচার্জ ,নজরমিনারে প্রবেশের টিকেটের দাম সবই বাড়ানো হয়েছে।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...