মৌসম ভবনের পূর্বাভাষ অনুযায়ী ঘূর্ণিঝড় ডানা শক্তি বাড়িয়ে বৃহস্পতিবার রাত ১১:৩০ থেকে শুক্রবার সকাল ৫ টার মধ্যে আছড়ে পড়বে পুরী থেকে সাগরদ্বীপের মধ্যে স্থলভূমি তে ।সেই সময় ঘন্টায় ১০০-১২০ কিমি বেগে হাওয়া বইতে পারে । তার প্রভাবে রাজ্য সরকার ২৩-২৬ সে অক্টোবর ,দক্ষিণ বঙ্গের বেশ কয়েকটি জেলা তে সমস্থ স্কুল ছুটি ঘোষণা করেছে ।বন্ধ থাকবে যাদবপুর বিদ্যাসাগর ও অন্যান্য বিদ্যালয় গুলি ,বাতিল করা হয়েছে অন্যান্য দূরপাল্লার ট্রেন ।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...