পাক হামলার যোগ্য জবাব দিলো ভারত

অপারেশন সিঁদুর শুরু করার পরে ভারতীয় সেনা বাহিনী দাপটের সাথে ধ্বংস লীলা চালিয়েছিল ,পাক জঙ্গি ও সেনা ঘাঁটি তে ।গত রাতে ভারতের ১৫ টি শহরে সামরিক পরিকাঠামো কে নিশানা করতে গিয়ে পাক বাহিনী ব্যর্থ হওয়ার পরে ,ফের গতকাল রাতে যুদ্ধ বিমান ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিয়ে মূলত নিশানা করা হয়েছিল জম্মু -পাঞ্জাব ,কাশ্মীর এবং রাজস্থানে । তার পরে ভারত পাল্টা হামলা চালায় পাকিস্তানের ১৬ টি শহরে এক যোগে । ভারতীয় রণতরী আই এন এস বিক্রান্ত পুরোপুরি প্রস্তুত ।