জলবাঁচানোর জন্য সরকারি হোর্ডিংএ আবেদন জানান হয়েছে। তবু পরিশ্রুত পানীয় জল অপচয় হচ্ছে। এই অপচয় কোন নতুন ব্যাপার নয়। আগে এটাই ছিল স্বাবাভিক ঘটনা। ইসলামপুর পুরসভা জলপ্রকল্প হাতে নেওয়ায় এব্যাপার কিছুটা কমেছিল এখন আবার বিবকক দিয়ে সমানে জল পরে যাচ্ছে। এই ঘটনায় কারো কোন হেলদোল নেই যদিও সবার সামনে জল পড়ে নষ্ট হয়। পুরসভা কিছু কল বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...