খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক:পার্শশিক্ষকদের বেতন বৃদ্ধির দাবিতে, সোমবার বিকাশ ভবনের সামনে রণক্ষেত্রে পরিনত হয়ে। এদিন পুলিশের ব্যারিকেড ভেঙে বিকাশ ভবন ঘেরাও করেন পার্শশিক্ষক ও শিক্ষিকারা। সেই সময়ই পুলিশের সঙ্গে ধস্তা ধস্তি শুরু হয়ে পার্শশিক্ষক ও শিক্ষিকারা। এই ঘটনায় আহত হন ১০ জন মানুষ। সোমবার দুপুরে বিকাশ ভবনের সামনে জমায়েত হয়ে পার্শশিক্ষক ও শিক্ষিকারা। তাদের সাথে যোগ দেয় মাদ্রাসার শিক্ষকরাও। সেখানে পথে বসে বিক্ষোভ দেখতে থাকেন তারা। অন্যদিকে তাদের মিছিল বিকাশভবনে পৌঁছনোর আগেই পুলিশ ব্যারিকেড দিয়ে তাদেরকে আটকানোর চেষ্টা করে।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...