রাজ্যের বাকি থাকা পুরভোট কবে সরকার করতে পারবে তা জানানোর জন্য হাই কোর্টে ৯ দিন সময় চাইল রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী জানিয়েছেন আগামী মাস দুয়েকের মধ্যে সমস্ত পুর নির্বাচন হয়ে যাবে।করোনার জন্য সমস্ত পুরভোট একসঙ্গে করা যাচ্ছে না। এছাড়া নির্বাচন কমিশন জানিয়েছে চাহিদা মত ইভিএম মেশিন না পাওয়ায় সব নির্বাচন করার অসুবিধা রয়েছে। সোমবার ও এই নিয়ে হাই কোর্টে শুনানি চলবে।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...