খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক :দীর্ঘ কয়েকদশকের দাবি মিটবে এবার আলিপুরদুয়ার জংশন এলাকার পুরসভার দশটি বুথকে যুক্ত করা হবে এবং মুখ্যমন্ত্রী এ প্রস্তাবে সম্মত হয়েছেন।এবার রাজ্য সরকার চিঠি লিখবে রেলদপ্তরে। এই খবর জানার পর আলিপুরদুয়ার জংশন এলাকার লোকের মধ্যে খুশি ও আনন্দ ছড়িয়ে পড়ে। এতদিন এই এলাকা না ছিল রেলের না ছিল পুরসভার অধীনে। প্রায় ২০ হাজার লোক এই এলাকায় বাস করেন।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...