খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : নক্সালবাড়িতে পূর্ত দপ্তরের জমি দখল করে তা লক্ষ লক্ষ টাকায় বিক্রি করা হচ্ছে। কেউ কেউ বহুতল নির্মাণ শুরু করেছেন। অনেকে রাস্তার পাশের খেমচি নদীর ক্যানালে উপর পিলার দিয়ে দোকান করেছেন। দপ্তরের এক আধিকারিক জানান নজরদারি চলে, ব্যবস্থা নেওয়া হয় কিন্তু উচ্ছেদের সময় প্রশাসনের সাহায্য পাওয়া যায় না। শিলিগুড়ির পূর্ত দপ্তরের ইঞ্জিনিয়ার জানান অভিযোগ পেয়েছেন এবং দ্রুত ব্যবস্থা নেবেন।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...