খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক :পুনর্ভবা নদীর জল বিপদসীমার ওপর দিয়ে যাওয়ায় গঙ্গারামপুরের রাজ্যসড়ক ভেঙে যোগাযোগ ছিন্ন হয়ে যায়। তবে জল কমতেই পূর্ত দপ্তর মেরামতির কাজ শুরু করেছে। গঙ্গারামপুর- তপন রুট খুবই গুরুত্বপূর্ণ। প্রচুর মানুষ এখান দিয়ে যাতায়াত করেন। গঙ্গারামপুরের পুর প্রশাসক জানান মানুষের সুবিধার জন্য তারা জেলাশাসক ও পূর্তদপ্তরে এই ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করেছিলেন এবং কাজ শুরু হয়েছে।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...