খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : কলকাতা পুরসভার পক্ষ থেকে প্রতিটি বোরো তে গিয়ে প্রশাসনিক বৈঠক করার সিদ্ধান্ত নেয়া হয়েছিল আগেই । তার সঙ্গে সঙ্গতি রেখে গতকাল পৌর প্রশাসনিক বৈঠক হয় পুরসভার ১৬ নম্বর বোরোতে । এই বৈঠকে হাজির ছিলেন কলকাতার মেয়র ,পুর কমিশনার ,দুই বিশেষ কমিশনার পুরসভার সচিব সহ সব দফতরের ডিজি এবং চিফ ম্যানেজার রা , এই ছাড়াও হাজির ছিলেন উক্ত বোরোর কাউন্সিলর বোরোর অফিসার এবং কাউন্সিলর রা ।আলোচনা হয় পানীয় জল ,জঞ্জাল অপসারণ এবং নিকাশি ব্যবস্থা নিয়ে ।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...