মঙ্গলবার রাতে আলিপুরদুয়ার শহর থেকে বিজেপির ফ্লেক্স চুরি হয়। কিন্তু ১২ ঘন্টা পার হলেও কেউ গ্রেপ্তার হয় নি।এই অজুহাতে আলিপুরদুয়ার কলেজ হল্টে পথ অবরোধ করে বিজেপির যুব মোর্চা। বেলা দুটোর সময় অবরোধ শুরু হয়। আধ ঘন্টা পর নিজেরাই অবরোধ তুলে নয়। বিজেপি এই চুরির ব্যাপারে তৃণমূলকে দায়ী করেছে। বিধায়ক বলেন বিজেপির একটি গ্রূপ এই কাজ করে অন্যের ঘাড়ে দোষ চাপাচ্ছে।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...