খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক :অসম বাংলা সীমানা করোনার জন্য সিল করে দেওয়া হয়েছে। ফলে বক্সীরহটের ব্যবসায়ীদের অবস্থা খুবই খারাপ।এখানে শতকরা ৬০ ভাগ ক্রেতা আসেন অসম থেকে। গত ৬ মাস সীমানা বন্ধ থাকায় মানুষজন সহ দোকানদারেরা সমস্যায় পড়েছেন। দোকানবাজার কাছে হওয়ায় ও দাম কমের জন্য মানুষ এখানে আসতে পছন্দ করেন। এই ক মাসে মোট ক্ষতি ৪ হাজার কোটি টাকার বেশি।অসমের মানুষজনই এখানকার বাজারের প্রধান ক্রেতা। অনেক দোকানদার দোকান বন্ধ করে দিয়েছেন। তুফানগন্জ ২ এর বিডিও জানান তাঁকে লিখিত ভাবে কেউ কিছু জানায়নি। তাছাড়া এটা দুই রাজ্যের সমস্যা।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...