খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : রবিবার রাতের বৃষ্টিতে মাদারীহাট টোটোপাড়ার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। রাঙড়ি নদীর জলের স্রোতে হাটাপাড়া চা বাগানে রাস্তার ২০০ মিটার ভেসে গেছে। ঠিক হতে প্রায় ১০ টি ১৫ দিন লাগবে। প্রতিবারের বর্ষায় ভাঙন বাড়ছে পাড় বাঁধ না থাকায়। .মাদারিহাট যাওয়া খুব দুস্কর। নদীপথে খুব কষ্ট করে বনকর্মী ও এস এস বি ক্যাম্পের জওয়ানরা যাওয়া আসা করছেন। পূর্ত দপ্তর থেকে জানা গেলো তারা শীঘ্র রাস্তার মেরামত করবেন এবং দুটি সেতু তৈরি করবেন।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...