খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক :চোপড়া ব্লকের সোনাপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় বিলাতিবাড়ি থেকে হাসানপুর প্রায় ২ কিঃ মিঃ রাস্তার হাল খুবই খারাপ। পথে বেরোলেই ভোগান্তি। দ্রুত ঠিক করে পাকা রাস্তা করার দাবি জানিয়েছেন বাসিন্দারা। রাস্তার একাংশ ভেঙে ছোট বড় গর্ত তৈরি হয়েছে। কয়েকটি জায়গার বর্ষার জল জমে ডোবার আকার নিয়েছে। চার চাকা তো ছাড় বাইক নিয়েও চলাচল করা যায় না। চোপড়ার পঞ্চায়েত সমিতির সভাপতি জানান খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...