খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : একটি পৌরাণিক গল্পে বলা হয়েছে দৈত্য রাজা বলি ছিলেন বিষ্ণুর ভক্ত ।ভক্তের ডাকে সারা দিয়ে বিষ্ণু বৈকুন্ঠ ছেড়ে বালি রাজ্য রক্ষা করতে চলে এসেছিলেন ।সেই সময় বিষ্ণুর স্ত্রী লক্ষী স্বামীকে ফিরে পাওয়ার উদ্দেশ্যে এক সাধারণ মেয়ের ছদ্মবেশ ধরে বলি রাজার কাজে আসেন ।লক্ষী বলি রাজা কে বলেন তার স্বামী নিরুদ্দেশ ।তিনি অনুরোধ করেন যতদিন তার স্বামী ফিরে আসেন তত দিন বলিরাজা যেন তাকে আশ্রয় দেন ।বলি রাজা রাজি হলে শ্রাবন মাসের পূর্ণিমা তে লক্ষী তার হাতে একটি রাখি বেঁধে দেন ,বলি রাজা এর কারণ জিজ্ঞেস করলে লক্ষী তার আত্মপরিচয় দিয়ে তাকে সব কথা খুলে বলেন ।এতে বলি রাজা মুগ্ধ হয়ে বৈকুন্ঠে ফিরে যেতে অনুরোধ করেন ,বলি রাজা বিষ্ণু এবং লক্ষ্মীর জন্য সর্বস্ব ত্যাগ করেন ।সেই থেকে শ্রাবন পূর্ণিমার এই তিথিতে বোনেরা ভাই য়ের জন্য রাখি পূর্ণিমা পালন করেন ।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...