বল্লবভাই প্যাটেলের স্ট্যাটু অফ উনিটির চাদ ফেটে জল পড়ছে

খবর ঘন্টায়  ঘন্টায়  ওয়েবডেস্ক  : গুজরাটে  নর্মদা  নদীর উপরে  সর্দার  সরোবর  জলাশয়ের  উপর তৈরী   সর্দার  বল্লবভাই  প্যাটেলের ১৮২ মিটার  উঁচু   স্ট্যাটুর চাদ  ফেটে জল পড়ছে দর্শকদের  জন্য তৈরী  গ্যালারির  উপর । গত  কয়েকদিন গুজরাটে  দাপটের সাথে  বৃষ্টি হয়েছে । তার  পরেই দেখা  যায়   স্ট্যাটু জন্য তৈরী করা গ্যালারির  চাঁদ  বেয়ে  জল চুইয়ে পড়ছে ২০০ আসন  বিশিষ্ট  দর্শক গ্যালারিতে । সোশ্যাল  মিডিয়া তে এই  ছবিটি ছড়িয়ে পড়তেই  হৈচৈ  বাঁধে ।