গতকাল সুপ্রিম কোর্ট ২৫৯ জন বেআইনি পথে নিয়োগ প্রার্থীদের চাকরি চলে যাওয়ার উপরে সাময়িক স্থগিতদেশ দিয়েছেন ।জানা যাচ্ছে তাদের বেশ কয়েকজন মিলে একটি ঘোষ্ঠী তৈরি করে আইনি পথে লড়াই করার জন্য প্রস্তুত হচ্ছেন ।আইনজীবী বিকাশ ভট্টাচার্জি বলেন সুপ্রিম কোর্টের অন্তর্বতী আদেশে সাময়িক স্বস্ত্যি পেলেও বেআইনি পথে চাকরি পাওয়া ২৬৯ জন কে,কলকাতা হাইকোর্টে হলফনামা দিয়ে বলতে হবে তারা বৈধ উপায়ে চাকরি পেয়েছেন ।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...