বাঁকুড়াতে ২০১৯ সালে ডেঙ্গু তে মৃত্যু হয়নি ১ জনের ও

খবর  ঘন্টায়  ঘন্টায় ওয়েবডেস্ক  : শনিবার  বাঁকুড়া  পৌর এলাকার  বিভিন্ন ওয়ার্ড  পরিদর্শনে  গিয়ে  সাংবাদিকদের  মুখোমুখি হয়ে ,জেলা শাসক ডক্টর  উমাশঙ্কর এস  জানান ২০১৯ সালে  এখন অব্দি  এই জেলাতে  ডেঙ্গুতে মৃত্যুর কোনো খবর নেই । তিনি বলেন পৌরপ্রধান কে  নিয়ে  এলাকার  গণ শৌচাগার  তৈরির কাজ  কতটা এগিয়েছে তাই  পরিদর্শন করছিলাম ,মানুষের মধ্যে ওই শৌচাগার ব্যবহার নিয়ে সচেতনতা  তৈরী করতে হবে । তিনি জানান এর আগে জেলাতে  ৫ লক্ষ্য  ২০ হাজার  শৌচালয় তৈরী হয়েছে ।