খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : রাজ্য স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে বিগত ২৪ ঘন্টা তে এই রাজ্যে করোনা তে আক্রান্ত হয়েছেন ৩৭২ জন ।তার ফলে এই পর্যন্ত রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৮৯৮৫,স্বাস্থ্য দফতরের বুলেটিন থেকে জানা গিয়েছে আজকে বাংলাতে নতুন করে ১০ জনের মৃত্যু হয়েছে covide তার ফলে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৪১৫,সক্রিয় covid আক্রান্ত সংখ্যা বেড়ে দাঁড়ালো ৪৯৫০। নতুন করে যে ১০ জন মারা গিয়েছে তার মধ্যে ৫ জন কলকাতার ।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...