খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক :মুখ্যমন্ত্রীর নির্দেশে ধূপগুড়ির সুরেশ দে স্মৃতি বাজারে নির্মিত কর্মতীর্থ ভবনের কাজ ঠিক সময়ে করার জন্য সচেষ্ট হল জেলা পরিষদ। উত্তরকন্যার বৈঠকের সময় মুখ্যমন্ত্রী কাজের গতি নিয়ে ক্ষুব্ধ হন। জেলাপরিষদের সভাধিপতি ও জেলা শাসকের কাজে তিনি ক্ষোভ প্রকাশ করেন এবং তিন মাসের মধ্যে কাজ শেষ করার নির্দেশ দেন। অতিরিক্ত জেলাশাসক ও এলাকার বিধায়ক মঙ্গলবার বাজারে যান এবং ব্যবসায়ীদের সমস্যা সমাধানের আশ্বাস দেন।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...