খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক :ময়নাগুড়ি মাধবডাঙ্গা ১ গ্রাম পঞ্চায়েতের কদমতলা বাজার জল কাদায় ভরে গেছে। ফলে যাতায়াতের অসুবিধা হচ্ছে। কদমতলা বাজারে ছোট বড় অনেক দোকান আছে এবং আশেপাশের গ্রাম থেকে লোকে বাজার করতে আসে। নিকাশি ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টি হলেই পুরো বাজারে জল দাঁড়িয়ে যায় ও অবস্থা দুর্বিষহ হয়ে ওঠে। পঞ্চায়েত সভাপতি জানান এ ব্যাপারে পরিকল্পনার কাজ চলছে।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...