খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক :জলপাইগুড়ি সদর ও রাজগঞ্জ ব্লকে চোরাই বালির কারবার দিন দিন বেড়েই চলেছে। সাহু নদীতে বালি খাদান তৈরি করে আর্থমুভার দিয়ে বালি তুলে পাচার হচ্ছে। রাজ্যসড়কের পাশেই অবাধে এই কারবার চলেছে। তবে রবিবার সকাল ৬টা থেকে দুপুর ২ টো পর্যন্ত্য পুলিশ প্রশাসন অভিযান চালায়। পুলিশ জানায় পাচারকালে একটি ট্রাক্টর আটক করে মালিকের খোঁজ করছে এবং পরেও অভিযান চলবে।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...