বালি পাচার বন্ধ করতে গিয়ে আক্রান্ত

খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক :ভূমি ও ভূমি সংস্কার আধিকারিক ও তার সহকর্মীরা আংরাভাসা  নদী  থেকে বালি পাচার রুখতে  অভিযান চালাতে  গিয়ে আক্রান্ত হলেন। প্রায় ১৫০ জন লোক তাদের  এক ঘন্টা আটকে রাখে। ধূপগুড়ির আধিকারিকের হাতে চোট লাগে। পরে ধূপগুড়ি থানার পুলিশ গিয়ে সবাইকে উদ্ধার করে নিয়ে আসে। সাংবাদিকেরা গেলে তাদের বাঁশ নিয়ে তাড়া  করা হয়।  ধূপগুড়ির আইসি জানান এখনো কোনো অভিযোগ আসেনি। জানালে ব্যবস্থা নেওয়া হবে।