খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক :একদল দুস্কৃতি জলঢাকা সেতুর কাছে বাসে ডাকাতি করে টাকা , সোনার চেন , মোবাইলফোন যাত্রীদের কাছ থেকে কেড়ে নেয়। উপাসনা নামের বেসরকারী বাসটি কোচবিহার থেকে করিমপুর যাচ্ছিলো । ধূপগুড়ি ও জলঢাকা সেতুর মধ্যে যাত্রী সেজে তারা ৬ জন বাসে ওঠে। উঠেই ১ জন চালককে আঘাত করে সরিয়ে দিয়ে বাস চালাতে থাকে ও অন্যরা বাসে লুটপাট চালায়। গাড়িতে অন্তত ৫০ জন যাত্রী ছিলেন। অনেকে আহত হন এবং তাদের প্রাথমিক চিকিৎসা করা হয়। পুলিশ তদন্ত শুরু করেছে।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...