খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক :সোমবার পূর্ ভবনে মেয়র ফিরহাদ হাকিমের নেতৃত্বে জল সরবরাহ নিয়ে এক বৈঠক হয়। সেখানে সিদ্ধান্ত হয় যে গার্ডেন রিচ জলাধার থেকে বাড়তি কিছু পরিশ্রুত পানীয় জল দেওয়া হবে মহেশতলায় । ঐ বৈঠকে উপস্থিত ছিলেন মহেশতলা পুরসভার চেয়ার ম্যান ও স্থানীয় বিধায়ক দুলাল দাস , পূজালিতে নতুন জল প্রকল্প হওয়াতে বজবজ কে যে জল সরবরাহ করা হত সেই অংশ টুকু এখন মহেশতলা পুরসভাকে দেওয়া হবে।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...