খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : সম্প্রতি টেলিকম মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ তার এক বার্তায় জানিয়েছিলেন যে বিএসএনএলের ঠিকাদার দের অধীনে থাকা ঠিক কর্মীদের বেতনের দায় কেন্দ্রের কাঁধে বর্তায় না । অথচ ঠিক দুই সপ্তাহ পরে এই বিষয়ে ওই মন্ত্রকের প্রতিমন্ত্রী সঞ্জয় সামরাও ধোত্রে গতকাল রাজ্য সভায় বলেন রাষ্ট্রায়ত্ব টেলিকম সংস্থার কর্মীদের বকেয়া বেতন মেটানোর বিষয়টি সরকারের অগ্রাধিকারের তালিকা তে রয়েছে এমন কি ঠিকা কর্মীদের বকেয়া টাকাও এই তালিকা তে আছে ।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...