বিজেপির সদর দফতর সহ জেলায় জেলায় বিজেপির প্রার্থী বদল নিয়ে বিক্ষোভ অব্যাহত রয়েছে । বিজেপির সদর দফতরে বন্দর কেন্দ্রের প্রার্থী বদলানোর জন্য বিক্ষোভ করেন স্থানীয় বিজেপি কর্মী ও সমর্থকেরা ।তারা তাদের তরফেলিখিত বক্তব্য জমা দেয় বিজেপি দফতরে ।বীরভূমের মুরারই কেন্দ্রে প্রার্থী বদল নিয়ে বিজেপির কার্যালয়ে তালাবন্দ করে দেন বিক্ষোভকারীরা ,আবার বর্ধমানের মুরারই তে প্রার্থী পছন্দ না হওয়াতে দ্বন্দ্ব প্রকাশ্যে আসে ।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...