খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : বেনারসে বিশ্বনাথ ধামে পুজো দেয়ার পর আজ ,বারাণসীর এমপি তথা ভাবি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিজেপি কর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে বলেন এত কাল হিন্দি বলয়ের পার্টি হিসাবে রাজনৈতিক বিশেষজ্ঞ রা আমাদের দেখে এসেছে ,কিন্তু আমাদের সব থেকে বেশি আসন রয়েছে কর্নাটকে তাহলে কি এখন আমরা হিন্দি বলয়ের পার্টি ? তিনি দাবি করেন এই লোকসভা নির্বাচনে রসায়ন টা পাটিগণিতের উপর দিয়ে গিয়েছে ।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...