বিজেপির প্রার্থী তালিকা প্রকাশের পরে ভাংচুর ,বিক্ষোভ এবং আগুনের পাশাপাশি কিছু বিক্ষুব্ধ বিজেপি কর্মী ও সমর্থক দল থেকে ইস্তফা দেওয়ার ইচ্ছে প্রকাশ করলো ।রাজ্য নেতৃত্ব বিক্ষুব্ধদের একাংশের সাথে কথা বললো বলে জানা গিয়েছে ।নদিয়ার রানাঘাট এবং উত্তর পশ্চিম কেন্দ্রে সদ্য তৃণমূল থেকে আশা পার্থ সারথি চট্টপাধায়ের নাম বাতিলের দাবিতে বেশ কিছু কর্মী বিজেপিরদফতরে ভাংচুর করে ও তালা ঝুঁলিয়ে দেয় ,একই অবস্থা কল্যাণী ও চাকদহ তে ।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...