বিজেপি নেতারা আগাম জামিন চাইছেন

যে কোন সময় পুলিশ গ্রেপ্তার করতে  পারে  এই আশংকায়  ভুগছেন  বিজেপি নেতারা। দলের আইনজীবী সেল  জামিন পাওয়ার ব্যাপারে আলোচনা করেছে। বৈঠকে বিজেপি নেতা সায়ন্তন বসু  উপস্থিত ছিলেন। বাগডোগরা  বিমানবন্দরে এই বৈঠক হয়। পুলিশ সরকারি সম্পত্তি  ভাঙচুর  , খুনের চেষ্টা ,অগ্নিসংযোগ এইসব জামিনযোগ্য ধারায় মামলা দায়ের করেছে। বিজেপি জলপাইগুড়ি সেশন কোর্টে জামিনের আবেদন জানাবে।