কৃষি আইন নিয়ে কৃষকদের সঙ্গে আলোচনার সময় অরুন জেটলি ও সুষমা স্বরাজের অভাব বিজেপি অনুভব করছে। রাজনাথ সিংহ থাকলেও তাঁকে ব্যবহার করছে না সরকার। পাঁচবার দুপক্ষে বৈঠক হয়েছে । কিন্তু সমাধান কিছুই হয় নি। কৃষকেরা একটা জবাব চান হ্যাঁ বা না। তাঁরা সরকারের সঙ্গে অর্থহীন আলোচনা চান নাকৃষি আইন নিয়ে বিক্ষোভ যে ভাবা চলছে তাতে পাঞ্জাবে আগামী নির্বাচেন বিজেপি ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। অনেক নেতা ই দল ছেড়ে অন্য দলে যোগ দিচ্ছেন।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...