রাজ্যে বিধানসভা নির্বাচন এগিয়ে আসছে।ভোটে নিরাপত্তা সুনিশ্চিত করতে কমিশন ৮০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ব্যবহার করতে চায়। গত ২০১৯ শের ভোটে ৭৪৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ব্যবহার করা হয়েছিল। এবার করোনার জন্য বুথ বাড়বে এবং সমস্ত বুথেই বাহিনী রাখা হবে। এবারে হেলিকপ্টার ব্যবহার বাড়াতে চায় নির্বাচন কমিশন। একই সময় অসম,পুদুচেরি,তামিলনাড়ু ,কেরালাতে ভোট হবে। কত বাহিনী পাওয়া যাবে তা নির্ভর করছে স্বরাষ্ট্র মন্ত্রকের ওপর।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...