দক্ষিণ দমদম পুরসভার পরে এইবার দমদম পুরসভা তেও করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে চলেছে ।গত ১৫দিনে সেইখানে ৩ জন সংক্রমিত হয়েছে ।নাগরিকদের মধ্যে করোনা পরীক্ষার করানোর প্রবণতা কমে যাওয়াতে চিন্তা বাড়াচ্ছে প্রশাসন কে ।দমদমের গোরাবাজার পিকে গুহ রোড নির্মল সেনগুপ্ত সরণি ও যশোর রোড সংলগ্ন জায়গায় তে মাস্ক হীন লোকজন কে ঘুরে বেরাতে দেখাযাচ্ছে ,পুরসভার ভাইস চেয়ারম্যান বলেন করণা পরীক্ষার উপরে জোর দেওয়া হচ্ছে ,পাশাপাশি করোনা বিধি মানার উপরেও জোর দেওয়া হচ্ছে ।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...