খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক :মাথাভাঙ্গার এক শ্রেণীর ব্যবসায়ী যেমন নিজেরা মাস্ক মুখে লাগান না তেমনি মাস্কহীন লোকেদের কাছে জিনিসপত্র বিক্রি করেন। মাস্কছাড়া ঘরের বাইরে আসার জন্য পুলিশ দু দিনে ১৬ জন কে গ্রেপ্তার করে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করেছে। পুলিশ এখন টানা অভিযান চালিয়ে যাওয়ার কথা বলেছে। মাথাভাঙ্গার মহকুমা শাসক মাস্ক ছাড়া রাস্তায় বেরোলেই ২০০ টাকা করে জরিমানা আদায় করছেন।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...