বিনয় তামাং পদত্যাগ করেছেন। এরপরেই দলে ভাঙণ শুরু হয়েছে। রোজই কোন নেতা দল ছাড়ছেন ও বিমলের দিকে চলে যাচ্ছেন। এতে বিমলের শক্তি বৃদ্ধি পাচ্ছে। মঙ্গলবারও এক শ্রমিক নেতা দল ছেড়েছেন। এরপর পাহাড়ের রাজনীতি কোন পথে যাবে তা নিয়ে আলোচনা শুরু হয়েছে। এদিকে আনীত থাপা জানান তাদের কোন বড় নেতা দল ছাড়েননি। যে দুএকজন গেছেন তাতে দলের কোন ক্ষতি হবে না।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...