বিমানবন্দর বন্ধ হয়ে যাচ্ছে

কোচবিহার বিমান বন্দরের লাইসেন্স পুনরায় নবীকরণ করেনি এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া  বা   এ এ আই। ফলে সরকারিভাবে  এই বিমানবন্দর বন্ধ হয়ে যাবে।  ২৭ শে  জানুয়ারী পর্যন্ত  লাইসেন্সের ভ্যালিডিটি আছে। লাইসেন্স রিনিউ না হলে বিমান ওঠা নাম করতে পারবে না আসামের রুপসীতে নতুন বিমানবন্দর হওয়ায় কোচবিহারের বিমানবন্দর বন্ধ করা হচ্ছে বলে অভিযোগ।